জলপাইগুড়ির বাম প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান শহরের বাম কংগ্রেস বুদ্ধিজীবীদের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৭ এপ্রিল’২৪ : গণতন্ত্র রক্ষার দাবিতে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দেবরাজ বর্মণকে ভোট দেওয়ার আহ্বান জানালেন শহরের বাম কংগ্রেস বুদ্ধিজীবীরা। বুধবার জলপাইগুড়ি শহরে সাংবাদিক বৈঠক করে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললেন কবি, সাহিত্যিক, নাট্যকর্মী, নৃত্যশিল্পী, চিকিৎসক, অধ্যাপক, শিক্ষক শিক্ষিকারা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি, তৃণমূলকে পরাস্ত করার আবেদন জানালেন তাঁরা।

Left Congress intellectuals of the city call for voting for the Left candidate in Jalpaiguri

সংবিধান বিপন্ন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা, নদী, জল, জঙ্গল সব বেচার চক্রান্ত এবং দুর্নীতি, চুরি আর মিথ্যার অনাচারকে বন্ধ করতে বামপন্থী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোটের প্রার্থী দেবরাজ বর্মনকে জয়ী করার আহ্বান জানালেন সকলে। উপস্থিত ছিলেন অধ্যাপক তমোজিৎ রায়, বিশিষ্ট সাহিত্যিক উমেশ শর্মা, নাট্যকার শেখর মজুমদার, প্রাক্তন প্রধান শিক্ষক সূজন সোম রায়, নৃত্য শিল্পী কৃষ্ণা বিশ্বাস সহ অন্যান্যরা।

তমোজিৎ রায় বলেন,”কেন্দ্রের শাসক দলের হাতে গণতন্ত্র বিপন্ন। কর্পোরেটের হাতে দেশকে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে দুর্নীতিতে ছেড়ে গেছে। আমাদের আবেদন বাম প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। তাহলে নতুন আইন হবে।”

এদিকে সাহিত্যিক উমেশ শর্মা বলেন,” আগের সাংসদকে নদী ও পরিবেশ বাঁচাতে কিছুই করতে দেখা যায়নি। আমাদের আবেদন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থীকে জয়ী করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *