রবিবাসরীয় প্রচারে জলপাইগুড়ি লোকসভা আসনের বামফ্রন্ট প্রার্থী (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ মার্চ’২৪ : রবিবাসরীয় প্রচারে জলপাইগুড়ি লোকসভা আসনের বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন। এদিন সকালে প্রার্থী জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহকুমার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথাবার্তা বলেন এবং প্রচার কাজ করেন। এরপর জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডেও প্রচার করলেন বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন।

উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচন রাজ্যে ৭ দফায় হতে চলেছে। প্রথম দফায় জলপাইগুড়িতে ভোট রয়েছে আগামী ১৯ শে এপ্রিল। এদিন প্রচারের সময় উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক মমতা রায়, সারাভারত কৃষক সভার জেলা সভাপতি প্রাণ গোবিন্দ ভাওয়াল , যুব নেতা বেদব্রত ঘোষ সহ অন্যান্যরা।

দেবরাজ বর্মন বলেন ধুপগুড়ি রেগুলেটেড মার্কেটে সরকারি নিয়ন্ত্রণে ক্রয়-বিক্রয় চালু করা, এলাকায় বহুমুখী হিমঘর স্থাপনের উদ্যোগ নেওয়া, নদী ভাঙ্গনের সমস্যা দূর করতে ব্যবস্থা নেওয়া সহ ধুপগুড়ি এলাকার বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরতে মানুষ আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমরা আশাবাদী। জলপাইগুড়ি শহরেও বাম প্রার্থীর প্রচার কে ঘিরে সাধারণ মানুষের উচ্ছাস লক্ষ্য করা গেছে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *