জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ। তৃণমূলের জবাব এতে দলের কোনো সমস্যা হবে না।

সংবাদদাতা, জলপাইগুড়ি : আসন্ন পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বানারহাট ব্লকের শালবাড়ি ২নম্বর গ্রামপঞ্চায়েতের প্রধান কালিপদ রায় ও এক পঞ্চায়েত সদস্য সহ প্রায় ১০০জন তৃনমূল কর্মী বিজেপিতে যোগদান করলেন বলে দাবি। সোমবার জলপাইগুড়ি জেলা বিজেপি পার্টি অফিসে বিধানসভার বিজেপির চিফ হুইপ মনোজ টিজ্ঞার উপস্থিতিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান পর্ব চলে। প্রধান কালিপদ রায়ের হাতে বিজেপির পতাকা তুলেদেন মনোজ টিজ্ঞা ও জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী।

Left Trinamool and joined BJP before panchayat polls in Jalpaiguri

জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী বলেন তৃনমূলের যা পরিস্থিতি তাতে ওই দলে কোন ভদ্র লোক থাকতে পারেন না। তাই ওই পার্টি ত্যাগ করে সাধারণ মানুষের স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে কালিপদ রায় তার লোকজনদের নিয়ে বিজেপিতে যোগদান করলেন।

এদিকে যোগদানের পর কালিপদ বাবু বলেন তিনি বহু দিন ধরেই তৃনমূলে ছিলেন। উল্লেখ্য কিন্তু বর্তমানে দলের মধ্যে যা চলছে তাতে এই মুহুর্তে সুস্থ অবস্থায় কেউ দল করতে পারেনা। তাই তিনি দল ছাড়ছেন বলে জানান।

অন্যদিকে জেলা যুব তৃনমুল সভাপতি সৈকত চ্যাটার্জি বলেন কালিপদ রায় দীর্ঘ প্রায় ১বছর থেকে গ্রাম পঞ্চায়েতে যেতেনা। ওটা বাটপার প্রধান ছিল। এতে আমাদের দলের কোনো সমস্যা হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *