ভোট কর্মী থেকে ভোটদাতাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জেলা শাসকের দ্বারস্থ বামপন্থী শিক্ষা কর্মীরা

সংবাদদাতা, জলপাইগুড়ি : রাজ্য জুড়ে চলা পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে ঘটে যাওয়া অশান্তি, খুন, হিংসার প্রতিবাদ জানিয়ে ঘোষিত পঞ্চায়েত নির্বাচনে অংশ নেওয়া ভোট কর্মী এবং ভোটদাতাদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এবার প্রসাশনের বিভিন্ন মহলে স্বারকলিপি প্রদানের মাধ্যম রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা শুরু করলো বামপন্থী অধ্যাপক, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের নিয়ে গঠিত যৌথ মঞ্চ। শুক্রবার যৌথ মঞ্চের পক্ষ থেকে এই বিষয় গুলো উল্লেখ্য করে জলপাইগুড়ি জেলা শাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়। এই প্রসঙ্গে যৌথ মঞ্চের নেতা বিপ্লব ঝাঁ, জানান, আমরা রাজ্যসরকার এবং নির্বাচন কমিশনের কাছে দাবী করছি গোটা রাজ্যের সমস্ত বুথে কেন্দ্রিয় বাহিনীর জোয়ান মোতায়েনের পাশাপাশি গনতন্ত্রের সব থেকে বড় উৎসব নির্বাচন সেই নির্বাচনে অংশ নিতে যাওয়া কর্মিদের সঙ্গে ভোট দাতাদের নিরাপত্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *