ফসলের ন্যায্য মূল্যসহ একাধিক দাবিতে বামপন্থী কৃষক সংগঠনের পথ অবরোধ

জলপাইগুড়ি: ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, আলুর ন্যূনতম দাম ১৩০০ টাকা কুইন্টাল নির্ধারণ, ১০০ দিনের কাজ দ্রুত চালু এবং চালের দাম নিয়ন্ত্রণ-সহ একাধিক দাবিতে পথ অবরোধ করল সারা ভারত অগ্রগামী কিষাণ সভা।

শুক্রবার জলপাইগুড়ি ৭৩ মোড়ে শিলিগুড়ি-হলদিবাড়ি সড়ক অবরোধ করে এই আন্দোলনে সামিল হয় ফরোয়ার্ড ব্লকের কৃষক সংগঠন। এক ঘণ্টার প্রতীকী পথ অবরোধ কর্মসূচির নেতৃত্ব দেন দলের প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়-সহ জেলা ও রাজ্য নেতৃত্ব।

Leftist farmers' organizations block road over multiple demands including fair price for crops

গোবিন্দ রায় বলেন, “পশ্চিমবঙ্গ জুড়ে কৃষক সমাজের ন্যায্য অধিকারের দাবিতে আজকের এই প্রতীকী আন্দোলন। রাজ্য সরকার কৃষকদের স্বার্থে কোনো পদক্ষেপ নিচ্ছে না। গতকাল শাসকদল বৈঠক করলেও কৃষকদের বিষয়ে একটি কথাও খরচ করেনি। তারা কেবল ভোটের অঙ্ক কষতে ব্যস্ত।”

তিনি আরও জানান, যদি দাবিগুলি দ্রুত মানা না হয়, তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *