জলপাইগুড়ি, বানারহাট: জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত উত্তর শালবাড়ী গ্রামে ফের চিতা বাঘের হামলায় মৃত্যু হল আলামিন নামে বছর ১২–এর এক স্কুলপড়ুয়া কিশোরের। কলাবাড়ি হাই স্কুলের ওই ছাত্র মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ির সামনে খেলছিল। সেই সময় আচমকা গ্রামে ঢুকে পড়া এক চিতা বাঘ মুহূর্তে তাকে টেনে নিয়ে যায়। চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলেও শিশুটিকে আর রক্ষা করা যায়নি।
এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, আগেও একাধিকবার চিতা বাঘের আক্রমণে মানুষ প্রাণ হারিয়েছেন বা জখম হয়েছেন। তবুও বনদপ্তর কার্যকর ব্যবস্থা নেয়নি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও বনদপ্তরের কোনও আধিকারিক সেখানে না পৌঁছানোয় গ্রামবাসীদের ক্ষোভ আরও বেড়েছে।
এক প্রতিবেশীর কথায়, “প্রায়ই বাঘ গ্রামে ঢুকে পড়ছে। আজ আলামিনকে নিয়ে গেল, কাল আর কাকে নিয়ে যাবে কে জানে। অথচ প্রশাসন চুপ করে আছে।”
এখন শোকের পাশাপাশি ক্ষোভে ফুঁসছে সমগ্র উত্তর শালবাড়ী। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে এলাকায় কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।