শিলিগুড়ি, নকশালবাড়ি: চা পাতার ঝোপে মাথা গুঁজে শ্রমিকরা তখন ব্যস্ত তোলার কাজে। হঠাৎই চোখে পড়ে চিতাবাঘ! আর তাতেই আতঙ্কের ছায়া নেমে আসে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির কিরণচন্দ্র চাবাগানে। ভয়ে ছত্রভঙ্গ হয়ে পড়েন শ্রমিকরা। তবে কিছুক্ষণ পর দেখা যায়, চা বাগানের ১২ নম্বর লাইনে পড়ে রয়েছে একটি চিতাবাঘের নিথর দেহ।

খবর ছড়াতেই দ্রুত ঘটনাস্থলে আসে বাগডোগরা বনদফতরের টিম। তারা মৃতদেহটি উদ্ধার করে। বন আধিকারিকদের প্রাথমিক অনুমান, চিতাবাঘটির মৃত্যু হতে পারে অন্য কোনও বন্যপ্রাণীর আক্রমণে বা চিতাবাঘের মধ্যকার সংঘর্ষে। তবে চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে ময়নাতদন্তের পরেই।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য ও ভয়ের আবহ। আতঙ্কে রয়েছেন চা শ্রমিকরা—তাদের আশঙ্কা, চা বাগানে এখনও অন্য কোনও বন্যপ্রাণী লুকিয়ে থাকতে পারে। এ বিষয়ে বন দফতর জানিয়েছে, পুরো এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হবে।
চিতাবাঘের এমন উপস্থিতি ও মৃত্যুর ঘটনায় প্রকৃতি এবং মানুষের সহাবস্থানের প্রশ্ন আবারও সামনে আনছে বলে মনে করছেন পরিবেশবিদেরা। চা বাগানের এই প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণীদের চলাফেরা নতুন কিছু না হলেও, এই রকম ঘটনার পুনরাবৃত্তি এড়াতে আরও সাবধানতা ও বন দফতরের তৎপরতা প্রয়োজন বলে মত স্থানীয়দের।