শ্রমিক মহল্লার কুয়োতে হঠাৎ চিতা বাঘ! উদ্ধার কাজে তৎপর বনদপ্তর

জলপাইগুড়ি : চা বাগান চত্বরে হঠাৎ চাঞ্চল্য। শ্রমিক মহল্লার একটি বাড়ির কুয়োর মধ্যে পড়ে গেল এক পূর্ণবয়স্ক চিতা বাঘ। ঘটনাটি ঘটেছে মাটিয়ালী ব্লকের ইনডং চা বাগানের টন্ডু লাইন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টন্ডু লাইন এলাকার শ্রমিক শুকনাথ গোয়ালার বাড়ির কুয়োর ভেতরে আচমকাই গিয়ে পড়ে ওই বাঘটি। এরপর বাড়ির লোকজন কুয়োর মধ্যে প্রাণীটিকে ছোটাছুটি করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমতে শুরু করে।

ঘটনার খবর পৌঁছায় বন দপ্তর ও মেটেলি থানার পুলিশে। দ্রুত এলাকায় পৌঁছে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা উদ্ধার অভিযানে নামেন। কুয়ো থেকে ওই চিতাবাঘটিকে নিরাপদে বার করার চেষ্টা চলছে।

Leopard found in well in Shramik Mahalla! Forest Department rushes to rescue

এ ঘটনায় আতঙ্কের পাশাপাশি কৌতূহলও ছড়িয়েছে শ্রমিক মহল্লা জুড়ে। বনকর্মীরা জানিয়েছেন, উদ্ধার কাজ সফল হলে বাঘটিকে প্রয়োজনীয় চিকিৎসার পর বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *