কলাবাড়ি চা বাগানে ফের খাঁচায় চিতা, আতঙ্ক কাটলেও চিন্তা বাড়ছে শ্রমিকদের

বানারহাট : ডুয়ার্সের বানারহাটের কলাবাড়ি চা বাগানে ফের ধরা পড়ল চিতাবাঘ। মঙ্গলবার সকালে বাগানের ১৭ নম্বর সেকশনে বনদপ্তরের পাতানো খাঁচায় বন্দি হয় ওই বন্যপ্রাণী।

Leopard in cage again in Kalabari tea garden; Though panic has subsided workers' concerns are growing

শ্রমিকরা কাজে এসে খাঁচার ভেতর ছটফট করা চিতাবাঘটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত বনদপ্তরকে খবর দেওয়া হলে বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে।

বনদপ্তরের তরফে জানানো হয়েছে—প্রাথমিক পর্যবেক্ষণে চিতাবাঘটি সুস্থ থাকলে তাকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আপাতত খাঁচাবন্দি হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন বাগান শ্রমিকরা, তবে বারবার চিতার দেখা মেলায় আতঙ্ক কাটছে না তাদের মন থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *