জলপাইগুড়ি :- জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে মানবিক উদ্যোগ নিল এল আই সি এজেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়া জলপাইগুড়ি ২ নং শাখা ও বিভাগীয় বিমা কর্মচারী সমিতি জলপাইগুড়ি ২ নং শাখা। বুধবার কদমতলার ২ নং শাখা অফিসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক ও প্রতিনিধি দল। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, বিমা সপ্তাহ উদযাপন উপলক্ষে এবং রক্ত সংকট কাটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিভাগীয় বিমা কর্মচারী সমিতি জলপাইগুড়ি ২ নং শাখার সম্পাদক তমাল দত্ত বলেন, “মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা এগিয়ে এসেছি। আমাদের এই ছোট প্রচেষ্টা হয়তো অসহায় রোগীদের জীবনে বড় সহায়তা হয়ে উঠবে।”

এদিনের শিবিরে এজেন্ট, কর্মচারী থেকে শুরু করে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশ নেন। সচেতনতা বৃদ্ধির বার্তা দিতে প্রতিটি রক্তদাতাকে একটি করে চারাগাছ উপহার দেওয়া হয়। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, শিবিরে প্রায় ৯০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্য রাখা হয়েছিল।
এক কথায়, জীবন বাঁচাতে রক্তদানই সর্বশ্রেষ্ঠ দান—এই বার্তাই ছড়িয়ে দিল জলপাইগুড়ির এই মানবিক উদ্যোগ।