যাত্রী সুবিধার্থে জলপাইগুড়ি রোড ষ্টেশনে চালু হলো লিফট (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৩ ফেব্রুয়ারি’২৪ : যাত্রী সুবিধার্থে ষ্টেশনে চালু হলো লিফট। মঙ্গলবার উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেল পথে দেশের বাকি অংশের যোগাযোগ রক্ষাকারী জলপাইগুড়ি রোড ষ্টেশনে এই নতুন সুবিধের উদ্বোধন করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়।

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন এফ্ রেলের উচ্চ পদস্থ কর্মকর্তারা। উল্লেখ্য, সাড়া দেশের সঙ্গে জলপাইগুড়ির এই রেল স্টেশনটিকেও অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে, তারই নানান কর্মকাণ্ডের একটি অংশ এই লিফট পরিষেবা।

জানা গেছে, লিফট ছাড়াও এখানে গড়ে তোলা হচ্ছে শপিং সেন্টার। মূলত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ‌কে কেন্দ্র করে আরও নানাভাবে সাজিয়ে তোলা হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন‌কে। বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে এই স্টেশনে। ইতিমধ্যেই এই রুটে রেলওয়ে ট্র‍্যাকের আপগ্রেডেশনের কাজ শুরু হয়েছে।

এনজেপি স্টেশনের পাশাপাশি জলপাইগুড়ি রোড, টাউন স্টেশন, মালবাজার ও হলদিবাড়ি স্টেশন সহ সাতটি স্টেশনে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে পরিকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। বিশেষ করে জলপাইগুড়ি রোড স্টেশনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ।

Lift has been started at Jalpaiguri Road Station for the convenience of passengers

এই প্রসঙ্গে সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী পঞ্চাশ বছর পরের দৃষ্টি ভঙ্গি নিয়ে ভারতীয় রেলকে এগিয়ে নিয়ে চলেছেন, যাত্রী সুবিধার্থে আজ যে লিফট পরিষেবার উদ্বোধন করা হলো সেটি তারই একটি দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *