শিলিগুড়ি: বাড়িতে অবৈধভাবে মজুত রাখা দেশি ও বিদেশি মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার দেশি ও বিদেশি মদ উদ্ধার করেছে।

শিলিগুড়ি থানার পোশাকধারী পুলিশ ১৮ নম্বর ওয়ার্ডের রানা বস্তি শ্রবণ নগরে হানা দেয়। অভিযানের সময় হাতেনাতে ধরা পড়ে পিন্টু মণ্ডল নামের এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে ওই অবৈধ মদের কারবার চালিয়ে আসছিল।

ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকার বাসিন্দাদের দাবি, এ ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।