জলপাইগুড়ি : জনবহুল এলাকায় গজিয়ে উঠেছে দুটি মদের দোকান। এর জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এই অভিযোগ তুলে বুধবার জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের দ্বারস্থ হলেন এলাকার বাসিন্দা, স্বনির্ভর গোষ্ঠী ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। অভিযোগ, ময়নাগুড়ি ব্লকের পদমতি ১ নং গ্রাম পঞ্চায়েতের ভোটপট্টি স্কুল মোড় এলাকায় ও ব্রহ্মপুর এলাকার বালাসন ব্রীজের পাশে একটি করে মোট দুটি মদের দোকান তৈরি করা হয়েছে। এর ফলে এলাকার যুব সমাজ অধঃপতনের দিকে ধাবিত হবে। শুধু তাই নয়, অনেকসময় নেশাগ্রস্তরা পথ চলতি মেয়েদেরও কটূক্তি করে বলে অভিযোগ। অনেকেই আবার মদ খেয়ে বাড়িতে ফিরে অশান্তি করছে বলেও দাবি। মদের দোকানগুলি এই মুহূর্তে বন্ধ না করা হলে পরিবেশ আরো নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দারা। তাই এক্ষেত্রে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। স্বনির্ভর গোষ্ঠীর তরফে পিংকি মোহন্ত বর্মন বলেন, দুটি দোকান আগে খাবারের হোটেল ছিল। আস্তে আস্তে সেখানে মদের দোকান তৈরি করে ফেলা হয়েছে। এর আগে বিডিও ও থানাতেও বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হলেও কোনও কাজ হয়নি। আজ জেলাশাসক দপ্তরে উপস্থিত হয়েছি। পরবর্তীতে আন্দোলনের পথে যেতে বাধ্য হব বলে জানান তিনি। পদোমতি ১ নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তথা ভোটপট্টি হাই স্কুলের পরিচালন সমিতির সদস্য বাবলু রায় বলেন, স্কুলের ১০০ মিটারের মধ্যেই এই অবৈধ মদের দোকান গড়ে তোলা হয়েছে। আগে সেটি খাবারের দোকান ছিল। রাস্তা দিয়ে মেয়েরা যখন স্কুলে যায় তখন বেশ কিছু ছেলে কটুক্তি করে। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। মদের দোকান বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাব বলে জানান তিনি। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্যা চন্দনা রায় বলেন, প্রায় পাশাপাশি দুটি মদের দোকান গড়ে তোলা হয়েছে। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। দোকানগুলি বন্ধের দাবিতে আমরা জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দিলাম।
