বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৩ অক্টোবর’২৩ : নিজের বাড়িতেই খুন হলেন একাকী বৃদ্ধা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বারাসাত থানার ন’পাড়া কালিবাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম শর্মিষ্ঠা মুন্সি( ৫৫ )। জানা গেছে, বৃদ্ধার ছেলে কর্মসূত্রে পুনেতে আছেন। মেয়ের শ্বশুরবাড়ি বেলঘড়িয়ায়। সোমবার রাতে পুলিশ দরজা ভেঙে বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে।

মৃতার জেঠতুতো ভাই কৌস্তভ চক্রবর্তী জানান, কয়েকদিন আগে জামাইবাবু মারা গিয়েছেন। দিদি বাড়িতে একাই থাকতেন। তার অভিযোগ, এলাকায় নেশাখোরদের দৌরাত্ম্য বেড়েছে। পিছনের দরজা ভেঙে দুষ্কৃতীরা ঘরে ঢুকেছিল। চুরিতে বাধা পেয়ে ওরা দিদিকে খুন করে চম্পট দিয়েছে।

ঘটনার তদন্তে নেমে রাজারহাটের লাউহাটির একটি নেশামুক্তি কেন্দ্র থেকে পুলিশ দুই নেশারু যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতেরা খুনের কথা স্বীকারও করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাজ চক্রবর্তী ও রথীন পোদ্দার। এঁরা বারাসাত দেশবন্ধু রোড এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, পিছনের দরজা ভেঙে দুই নেশারু ঘরে ঢুকে ছিল। চিনে ফেলায় ওরা বৃদ্ধাকে মাথায় আঘাত দিয়ে খুন করেছে। যেহেতু ধৃতরা আগে ওই নেশামুক্তি কেন্দ্রে ছিল। তাই ওদের ওই সেন্টারে আশ্রয় নিতে সহজ হয়েছে।