বিশ্বজিৎ নাথ : সজোরে ধাক্কা লরির, মুহূর্তেই ভেঙে পড়ল হাইট বার! আর তার জেরে কিছুক্ষণ থমকে গেল যান চলাচল, চরম সমস্যায় পড়লেন নিত্যযাত্রীরা।

সোদপুর ও খড়দা স্টেশনের মাঝের লেভেল ক্রসিং সংলগ্ন একটি হাইট বার ভেঙে পড়ে মঙ্গলবার। ফলে ৮ নম্বর রেলগেট বন্ধ হয়ে যান চলাচল পুরোপুরি ব্যাহত হয়। যাত্রীরা বাধ্য হয়ে সাইকেল কাঁধে নিয়ে রেললাইন পারাপার করেন, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

প্রত্যক্ষদর্শীদের মতে, সোদপুর রাসমনি মোড় থেকে একটি লরি বিটি রোডের দিকে যাওয়ার সময় হাইট বারে সজোরে ধাক্কা মারে। তাতেই সেটি ভেঙে পড়ে এবং যান চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

খবর পেয়েই রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের তৎপরতায় দ্রুত হাইট বার মেরামতের কাজ শুরু হয় এবং কিছু সময় পর ফের যান চলাচল স্বাভাবিক হয়।

এলাকাবাসীদের দাবি, প্রায়ই ভারী যানবাহন অনুমোদিত উচ্চতার চেয়ে বেশি উঁচু হয়ে লেভেল ক্রসিংয়ে ঢুকে বিপত্তি ঘটায়। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য আরও কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।
ঘটনাটি ঘটেছে সোদপুরে।