বাইকের সাইলেন্সার থেকে বিকট শব্দ, অভিযান শুরু জলপাইগুড়ি সদর ট্র‍্যাফিক পুলিশের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ জুলাই ২০২২ : চলন্ত বাইকের সাইলেন্সার থেকে বিকট শব্দ বের হয়ে আসছে, এই ধরণের বাইকের বিরুদ্ধে শুক্রবার অভিযান শুরু করল জলপাইগুড়ি সদর ট্র‍্যাফিক পুলিশ। বিকট শব্দের জেরে সমস্যায় পরেছেন জলপাইগুড়ি শহরের পথ চলতি সাধারণ মানুষ। সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে বয়স্ক, শিশু; এছাড়া হাসপাতালের সামনে। বাইকের বিকট শব্দে নাজেহাল সাধারণ মানুষ। অভিযোগ পেয়ে অবশেষে জেলা পুলিশের নির্দেশে এই ধরণের বাইক চিহ্নিত করার উদ্যোগ গ্রহণ করল জলপাইগুড়ি সদর ট্র‍্যাফিক পুলিশ।

Loud noises from bike silencers;  Jalpaiguri Sadar Traffic Police started operation

এদিন শহরের বিভিন্ন জায়গায় সদর ট্র‍্যাফিক ওসি বাপ্পা সাহা ও হাইওয়ে ট্র‍্যাফিক ওসি সুজিত মিত্রের উপস্থিতিতে চলল অভিযান। যন্ত্রের সাহায্যের বাইকের সাইলেন্সার থেকে কতটা শব্দ বের হয়ে আসছে তা মেপে দেখা হচ্ছে সন্দেহজনক বাইক চিহ্নিত করে। এরপর বাইক চালককে জরিমানা করে সেই সাইলেন্সার পাইপ খোলা হচ্ছে। বাইকের সঙ্গে যে সাইলেন্সার পাইপ দেওয়া হয় সেই সাইলেন্সার পাইপ লাগানোর পরেই বাইক ছাড়া হচ্ছে।

এক বাইক চালক উজ্জ্বল মোহন্ত বলেন,”বাইক কেনার পর বাড়তি টাকা দিয়ে নতুন সাইলেন্সার পাইপ লাগানো হয়েছিল বাইকে। বেশি শব্দ বের হয়ে আসবে এর জন্য। আজকে ট্র‍্যাফিক পুলিশ খুলে দিল আর লাগাবো না।”

ট্র‍্যাফিক ওসি বাপ্পা সাহা বলেন,” বাইকের বিকট শব্দে অসুবিধা হচ্ছে সকলের। এর জন্য অভিযান, লাগাতার অভিযান চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *