৪৯-এও প্রেমের সুর! ৩০ বছরের নির্বাণের সঙ্গে রোম্যান্সে মজলেন আমিশা প্যাটেল

ডিজিটাল ডেস্ক : বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল আবারও খবরের শিরোনামে। ক্যারিয়ারের শুরুতেই ‘কহো না প্যার হ্যায়’-এর মতো মেগা হিট দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন তিনি। তবে সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় একসময় অভিনয় জগত থেকে দূরে সরে যান। সম্প্রতি, ৪৯ বছর বয়সী এই অভিনেত্রীকে ৩০ বছর বয়সী দুবাইয়ের শিল্পপতি নির্বাণ বিড়লার সঙ্গে দেখা গেছে, যা ঘিরে বলিউডে নতুন গুঞ্জনের সূচনা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবিতে আমিশাকে নির্বাণের বাহুডোরে হাসিমুখে দেখা গেছে। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “আমার ডার্লিংয়ের সঙ্গে সুন্দর একটি সন্ধ্যা।” পাল্টা নির্বাণও মন্তব্য করেন, “ডার্লিং।” এই ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে ঝড় ওঠে। তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে শুভেচ্ছা জানাতে শুরু করেন অনেকেই।

Love in 49!  Amisha Patel romanced 30 years old Nirvana

অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন
বলিউডে প্রায় দুই দশক পার করেছেন আমিশা। তবে তাঁর ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। বয়সের এই ফারাক নিয়েও চলছে নানা মন্তব্য। যদিও প্রেমের সম্পর্ক নিয়ে আমিশা এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি। এর আগে তাঁর নাম কোনো সহ-অভিনেতার সঙ্গে জড়ায়নি, যা বলিউডে বিরল।

বিদেশে বায়ো ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিলেন আমিশা। কিন্তু সেই পথ ছেড়ে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। বিদেশে চাকরি পেলেও নাট্যাভিনয়ের প্রতি ভালোবাসা তাঁকে দেশে ফিরিয়ে আনে। এরপর বলিউডে পা রেখে একের পর এক সাফল্য পেয়েছেন, আবার ব্যর্থতাও দেখেছেন। একবার আর্থিক প্রতারণার মামলাতেও নাম জড়িয়েছিল তাঁর। কিন্তু কোনো বাধা তাঁকে দমাতে পারেনি।

এবার আমিশার জীবনে কি নতুন অধ্যায় শুরু হল? বয়সের বাধা উপেক্ষা করে কি জীবনের সঙ্গী পেলেন তিনি? তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা যতই হোক, নেটিজেনরা ইতিমধ্যেই এই জুটিকে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে আমিশা ও নির্বাণ সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন কি না, তা সময়ই বলবে।

বয়স কেবল একটি সংখ্যা, আর প্রেম সবসময় সীমাবদ্ধতাকে অতিক্রম করে। আমিশা ও নির্বাণ যদি সত্যিই নতুন পথচলা শুরু করে থাকেন, তাহলে বলিউড পাবে আরও এক রোমান্টিক জুটি। এখন অপেক্ষা, কবে তাঁরা তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *