বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৩১ জুলাই ২০২২ : রান্নার গ্যাস-সহ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব উপায়ে প্রতিবাদ প্রদর্শন করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি ছাড়াও মুড়ির ওপর জিএসটি-সহ একাধিক ইস্যুতে কামারহাটি মোড় থেকে বিটি রোড ধরে ডানলপ মোড় পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল।

বিধায়ক মদন মিত্র ছাড়াও গরুর গাড়িতে হাজির ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা, উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস। অভিনব প্রতিবাদ মিছিল প্রসঙ্গে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, রান্না ঘরে আগুন লেগেছে। তাই দ্রব্যমূল্য কমানোর দাবিতে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। বিরোধীদের উদ্দেশ্যে মদনের হুঁশিয়ারি, সিপিএম-বিজেপি বেশি বাড়াবাড়ি করলে মানুষ এবার ওদের সামাজিক বয়কট করবে। ওরা বাজারে গেলে কেউ জিনিস দেবেনা। বাসে উঠতে গেলে বাসও ওদের নেবে না।