জলপাইগুড়ি : বিজেপির হাতছাড়া মাদারিহাট। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় প্রকাশ টোপ্পো প্রায় তিরিশ হাজারের বেশি ভোটে জয়ী হন। বিজেপির রাহুল লোহার এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন। উত্তরের চা-বাগান ঘেঁষা এই আসনটি ১৯৭৭ সাল থেকে ২০১৬ পর্যন্ত ছিল বামশরিক আরএসপি-র দখলে। ২০১৬ এবং ২০২১ সালের ভোটে এই আসনে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা। মনোজকে এবার লোকসভায় দাঁড় করিয়েছিল বিজেপি। আলিপুরদুয়ার আসন থেকে তিনি জিতে সাংসদ হয়েছেন। সে কারণেই মাদারিহাটে উপনির্বাচন হয়েছে। এবার এই কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক হচ্ছেন তৃণমূলের জয়প্রকাশ টোপ্পো।
উল্লেখ্য, বিধানসভা উপনির্বাচনে মাদারিহাট সহ বাকি পাঁচটি কেন্দ্রেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। তৃণমূল প্রার্থীদের জয়ের খবর আসতেই কর্মী সমর্থকদের উল্লাস দেখা যায়।
মাদারিহাট বিধানসভার অন্তর্গত জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গয়েরকাটা এবং বিন্নাগুড়িতে চলে বিজয় উল্লাস,সবুজ আবির খেলা। চলছে ডিজে বাজিয়ে তৃণমূলের বাইক র্যালি। মাদারিহাট বিধানসভা কেন্দ্র বিজেপির শক্ত খাঁটি হিসেবে পরিচিত, আর সেই শক্তঘাঁটিতেই তৃণমূলের কাছে ধরাশায়ী বিজেপি। দীর্ঘদিন পর এই আসনে জয়লাভ করায় উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকরা। মাদারিহাট বিধানসভা জুড়েই চলছে তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস।