ডিজিটাল ডেস্ক, ৩ জুন ২০২২ : আজ প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এ বছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৬০ শতাংশ। এর মধ্যে মেয়েরা পাশ করেছে ৮৫ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৮৮.৫৯ শতাংশ। আজ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যানময় গঙ্গোপাধ্যায় একথা জানিয়েছেন। তিনি বলেন এবছর মোট পরীক্ষার্থী ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন এবং ছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন।
এ বছর মাধ্যমিকে প্রথম হয়েছেন ২ জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই এবং বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল। উভয়েই পেয়েছেন ৬৯৩ নম্বর। ৬৯২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানও অধিকার করেছেন ২ জন। তৃতীয় স্থানাধিকারী পেয়েছেন ৬৯১ নম্বর। এবছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ।
আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। নীচে দেওয়া হল মাধ্যমিক পরীক্ষার রুটিন।
২৩ ফেব্রুয়ারি- প্রথম ভাষা।
২৪ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষা।
২৫ ফেব্রুয়ারি- ভূগোল।
২৭ ফেব্রুয়ারি- ইতিহাস।
২৮ ফেব্রুয়ারি- জীবন বিজ্ঞান।
২ মার্চ- অঙ্ক।
৩ মার্চ- পদার্থ বিজ্ঞান।
৪ মার্চ- ঐচ্ছিক পরীক্ষা।