পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কাঁকিনাড়ায় ট্রেন থেকে পড়ে মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থী


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৩ ফেব্রুয়ারি’২৪ : পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কাঁকিনাড়ায় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। জানা গিয়েছে, কাঁকিনাড়া হাই স্কুলের সিট পড়েছে শ্যামনগর গুড়দহ ঋষি অরবিন্দ বিদ্যানিকেতনে। কাঁকি নাড়া হাই স্কুলের ছাত্র রাজকুমার সাউ পরীক্ষা শেষে শ্যামনগর স্টেশন থেকে ট্রেনে চেপে বাড়ি ফিরছিল।

জগদ্দল ও কাঁকিনাড়া স্টেশনের মাঝে থুতু ফেলতে গিয়ে পোস্টে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় রাজকুমার। স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কল্যানীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

Madhyamik examinee died after falling from the train in Kankinara on his way home from the exam

যদিও শেষরক্ষা করা গেল না রাজকুমারকে। জানা গিয়েছে, পরীক্ষার্থীর বাড়ি ভাটপাড়া থানার কাঁকিনাড়ার ৫ নম্বর রেলওয়ে সাইডিংয়ে। মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে রেলওয়ে সাইডিং এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *