নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩ মে ২০২২ : মাধ্যমিকে এবছর জলপাইগুড়ি শহর ও শহরতলীর স্কুলের মধ্যে সম্ভাব্য প্রথম শহরের সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের ছাত্রী সপ্তপর্নী চক্রবর্তী। তাঁর মোট নম্বর ৬৮০। সপ্তপর্নীর প্রত্যেক বিষয়ে গৃহশিক্ষক ছিল। বাবা পেশায় শিক্ষক সুব্রত চক্রবর্তী ও মা গৃহবধূ। শহরের চার নম্বর ঘুমটির পান পাড়ার বাসিন্দা সপ্তপর্নী। স্কুলের তরফে সপ্তপর্নীকে এদিন ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
সপ্তপর্নী জানায়, আমি সারাদিনে সাত থেকে আট ঘণ্টা পড়াশোনা করতাম। লকডাউন ও অন্যান্য সব সময় গৃহ শিক্ষক ও স্কুলের শিক্ষিকাদের সহযোগিতা পেয়েছি। আমার মোট নম্বর ৬৮০। তবে আরও বেশি নম্বর আশা করেছিলাম। যাই হোক আমি খুশি। রসায়ন কিংবা জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করা ইচ্ছে রয়েছে। ভবিষ্যৎতে প্রফেসার হওয়ার ইচ্ছে রয়েছে।
সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষিকা সুতপা দাস বলেন,”এখনও পর্যন্ত শোনা খবরে জলপাইগুড়ি শহরের মধ্যে প্রথম আমাদের স্কুলের সপ্তপর্নী চক্রবর্তী। সে মোট ৬৮০ নম্বর পেয়েছে।