ছট পূজাকে কেন্দ্র করে জাঁকজমকপূর্ণ কলস যাত্রা জলপাইগুড়ি শহরে

সংবাদদাতা, জলপাইগুড়ি,১৭ নভেম্বর’২৩ : কামারপাড়া ছট পুজা কমিটির পক্ষ থেকে শুক্রবার সকালে কলস যাত্রা করা হয় শহর জলপাইগুড়িতে। এদিন বর্ধন প্রাঙ্গণ ক্লাবের সামনে থেকে কলস যাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

কামারপাড়া ছটপুজা কমিটির সদস্যরা কলস যাত্রার শুরুতে রাস্তা ঝাড়ু দিতে দিতে পরিস্কার পরিচ্ছন্ন করতে থাকে। এদিন লাল ও হলুদ পাড় শাড়ি পড়ে মাথায় কলস নিয়ে কলস যাত্রায় অংশগ্রহণ করে এলাকার মহিলারা।

Magnificent Kalas Yatra centered around Chhat Puja in Jalpaiguri town

কামারপাড়া ছটপুজো কমিটির সম্পাদক উত্তম দে বলেন, এবার ৩১ তম বর্ষ। প্রতিবারের মতো এবছরেও তিস্তার ১নম্বর স্পারে ছটপুজো অনুষ্ঠিত হবে। ছটপুজো উপলক্ষে এদিনের কলসযাত্রা শহর পরিক্রমা করবে। তিনি আরও বলেন এদিন ১০০টির উপরে কলস মাথায় নিয়ে মহিলারা কলসযাত্রায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *