দিঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এবার জলপাইগুড়িতে, দুয়ারে রেশন প্রকল্পে জেলা প্রশাসনের অভিনব উদ্যোগ

বিকাশ সরকার, বসুনিয়া পাড়া: দিঘার নব নির্মিত জগন্নাথ মন্দির থেকে এবার সরাসরি মহাপ্রসাদ এসে পৌঁছল জলপাইগুড়ি সদর ব্লকের বসুনিয়া পাড়ায়। রাজ্য সরকারের ‘দুয়ারে রেশন’ প্রকল্পকে কেন্দ্র করে জেলা ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

বসুনিয়া পাড়ায় আয়োজিত এই প্রসাদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন, সহকারী জেলাশাসক রৌনক আগরওয়াল, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সহ সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় এবং সদর বিডিও মিহির কর্মকার সহ একাধিক প্রশাসনিক ও জনপ্রতিনিধি।

সদর বিডিও মিহির কর্মকার জানান, “রাজ্য সরকার প্রত্যেক পরিবারকে রেশনের মাধ্যমে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছে দিচ্ছেন। বসুনিয়া পাড়ার মানুষদের কাছেও আমরা আজ সেই প্রসাদ পৌঁছে দিলাম। মানুষের মুখে যে হাসি দেখতে পাচ্ছি, সেটাই আমাদের প্রাপ্তি।”

জানা গেছে, একটি নির্দিষ্ট প্যাকেজের মাধ্যমে প্রত্যেক পরিবারকে দেওয়া হচ্ছে এই মহাপ্রসাদ—যার মধ্যে রয়েছে একটি প্যারা, গজা ও জগন্নাথ মন্দির ও প্রভুর ছবি সম্বলিত একটি বাক্স। রাজ্যজুড়ে রথযাত্রার আগে পর্যন্ত এই মহাপ্রসাদ বিতরণ চালু থাকবে।

এই অভিনব উদ্যোগে খুশি বসুনিয়া পাড়ার সাধারণ মানুষ। তাঁরা বলছেন, “দিঘার জগন্নাথ মন্দিরে যেতে না পারলেও আজ প্রভুর প্রসাদ ঘরে ঘরে পৌঁছে গেল। আমরা সত্যিই অভিভূত।”

এই কর্মসূচির মাধ্যমে শুধু ধর্মীয় আবেগ নয়, রেশন ব্যবস্থার মাধ্যমে সরকার সাধারণ মানুষের সঙ্গে একাত্মতার বার্তাও পৌঁছে দিল বলেই মত বিশেষজ্ঞ মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *