প্রশাসকের চেয়ারে বসার থেকে ক্রিকেট খেলা অনেক বেশি চ্যালেঞ্জের বললেন মহারাজ

Maharaj said that playing cricket is more challenging than sitting in the administrator's chair

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৩ অক্টোবর : বিসিসিআই সভাপতির পদ হারানোর পর মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার একটি ব্যাঙ্কের অনুষ্ঠানে হাজির হয়ে মহারাজ বললেন, সারাজীবন কেউ প্রশাসক থাকে না। সবাইকে একদিন প্রত্যাখ্যাত হতে হয়। মহারাজের সংযোজন, প্রশাসকের চেয়ারে বসার থেকে ক্রিকেট খেলা অনেক বেশি চ্যালেঞ্জের। সূত্র বলছে, সৌরভকে সরিয়ে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হচ্ছেন প্রাক্তন ক্রিকেটার রজার বিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *