দীর্ঘ তিন বছর পর খুলে গেল ভারত বাংলা সীমান্তের মহদিপুর স্থলবন্দর

রাহুল মন্ডল, মালদা : প্রায় দীর্ঘ তিন বছর পর খুলে গেল ভারত বাংলা সীমান্তের মহদিপুর স্থলবন্দর। পাথর সহ অন্যান্য সামগ্রী রপ্তানি হলেও বন্ধ ছিল যাত্রী পারাপার। বৃহস্পতিবার দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তের মহদিপুর স্থলবন্দরে প্রবেশদ্বারের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় যাত্রী যাতায়াতের।

এদিন জিরো পয়েন্টে দুই দেশের আধিকারিক ও আমদানি ও রপ্তানিকারকদের মধ্যে বৈঠকের পর পাসপোর্ট নিয়ে যাতায়াত করার জন্য যাত্রী সুবিধার্থে খোলা হয় স্থলবন্দর। উপস্থিত ছিলেন বাংলাদেশের ডেপুটি কমিশনার মনোজ কুমার, মালদা জেলা অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক, বাংলাদেশের ইনপোর্টার আব্দুল ওয়াহাব সহ অন্যান্য আধিকারিক ও আমদানি ও রপ্তানিকারকরা।

করোনা মহামারীর সময় বন্ধ হয়েছিল মহদিপুর স্থলবন্দর। এর ফলে সমস্যায় পড়তেন দুই দেশের বহু মানুষ। এদিন স্থলবন্দর খুলে দেওয়ায় খুশি দুই বাংলার মানুষ।

Mahdipur land port on Indo-Bangla border was opened after three long years

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *