রাজ্যে প্রধানমন্ত্রী উজ্বালা গ‍্যাসের সার্ভে করবে মহিলা তৃণমূল কংগ্রেস

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১ অক্টোবর’২৩ : জলপাইগুড়ি জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল শনিবার শহরের বাবুপাড়াস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে।ভজলপাইগুড়ি জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী নুরজাহান বেগম বলেন, রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে জেলার বিভিন্ন ব্লকে ব্লকে গ‍্যাসের অফিসে সার্ভের কাজের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের দেওয়া প্রধানমন্ত্রী উজ্বালা গ‍্যাসের সার্ভের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জলপাইগুড়ি জেলার বিভিন্ন গ্রামে অনেকে এখনো উজ্বালা গ্যাস পাননি বা যারা পেয়েছেন তারা গ্যাস তোলা নিয়ে বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন সেই সব বিষয় গুলো বাড়ি বাড়ি ঘুরে সার্ভে করে খতিয়ে দেখা হবে।

Mahila Trinamool Congress will conduct a survey of Prime Minister Ujjala Gas in the state

এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে কিভাবে সাধারণ মানুষদের সচেতনতা বৃদ্ধি করা হবে সেই বিষয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয় সভায়। পাশাপাশি ২০২৪ লোকসভা ভোট নিয়ে বুথ স্তরে রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্পের সুযোগ সুবিধা কারা কারা পেয়েছে পাশাপাশি এই প্রকল্পের সুযোগ সুবিধা থেকে কারা কারা বঞ্চিত হচ্ছেন সেই বিষয়গুলি প্রতিটি ব্লকের যে মহিলা কর্মীরা আছেন তারা সেটা সার্ভে করবে! সেই সার্ভে রিপোর্ট আকারে রাজ্য সভানেত্রীর কাছে পাঠানো হবে বলে জানান নুরজাহান বেগম। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির জেলা সহ সভানেত্রী সঙ্গীতা ব্যানার্জি, সহ সভানেত্রী দীপালি সরকার সহ বিভিন্ন ব্লকের সভানেত্রী ও কর্মীবৃন্দরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *