পরিতোষ রায়, ধূপগুড়ি : সাত সকালে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী রইলো ময়নাগুড়ি। জানা যায়, শনিবার সাত সকালে ময়নাগুড়ি রোড এলাকায় এক অজ্ঞাত পরিচয় যুবক প্রকাশ্যে ধারালো কিছু দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করে। অনেকটা অংশ কেটেও ফেলেন তিনি। রক্তাক্ত হয়ে পড়েন।
কিন্তূ কেন এই ঘটনা। কেনই বা সেই যুবক ধারালো কিছু দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করলেন তা এখনো জানা যায়নি। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ এসে সেই ধারালো অস্ত্র সহ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রথমে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। পরে পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। নিচের ভিডিওতে রইল প্রত্যক্ষদর্শীর বক্তব্য।