বাড়িতেই পাকা ট্যাঙ্ক তৈরি করে মাছ চাষ করুন, লাভ প্রচুর

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১০ মে ২০২২ : জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানের টাটা লাইনে নিজের বাড়িতে পাকা ট্যাঙ্ক তৈরি করে মাছ চাষ করছেন কল্পনা রায়। কল্পনা রায় জানান, লকডাউনের সময় দুশ্চিন্তায় ছিলাম।

পাকা ট্যাঙ্ক থেকে মাছ ধরছেন

বাগানের স্থায়ী শ্রমিক হলেও, সেই সময় কিছু দৈনিক মজুরির অর্ধেক দিয়ে কিছু শ্রমিককে বসিয়ে দেওয়া হয়েছিল। ফলে সংসারে টান পরে। এই পরিস্থিতিতে একদিন ইউটিউব দেখতে গিয়ে হঠাৎ করেই মাছ চাষের বিষয়টি চোখে পরে। বেশ কয়েকদিন লক্ষ করার পরেই চাষ করবো বলে ঠিক করি। এর পরে বহু চেষ্টায় একটি সংস্থা থেকে ২ হাজার টাকা দিয়েই প্রথম বাঁশ এবং প্লাস্টিক দিয়ে ট্যাঙ্ক তৈরি করে কই এবং মাগুর মাছ চাষ শুরু করেন। পরে লাভের টাকা থেকে পাকা ট্যাঙ্ক তৈরি করে সেখানে শোল এবং শিং মাছের চাষ শুরু করেন। লাভ ভালো হচ্ছে বলে জানান তিনি। ছেলেও মায়ের এই কাজে সাহায্য করে।

কল্পনা রায়

কল্পনা দেবী জানান, বাড়ি থেকেই পাইকারেরা এসে মাছ নিয়ে যাচ্ছেন। লাভের প্রশ্নে তিনি বলেন, লাভ ভালো আছে তবে খরচও আছে। এখনও সরকারি সাহায্য কিছুই পাননি। এই কাজে অন্যান্য মহিলাদেরও স্বনির্ভর করে তুলতে মাছ চাষের প্রতি উৎসাহ এবং প্রশিক্ষন দিচ্ছেন তিনি বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *