রাহুল মন্ডল, মালদা, ৯ আগস্ট’২৩ : দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করল। মানিকচক ব্লকের দক্ষিণ দিনাজপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা কুড়িটি। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি একাই পাই ১৫ টি আসন, তৃণমূল কংগ্রেস প্রায় তিনটি আসন, এবং নির্দল প্রার্থীরা পাই দুটি আসন। বুধবার মোট গঠনে কুড়িটির মধ্যে ১৭ টি ভোট পেয়ে বিজেপির শক্তি মণ্ডল প্রধান নির্বাচিত হয় এবং উপপ্রধান নির্বাচিত হয় বিজেপির পুনাম মণ্ডল। সুষ্ঠুভাবে প্রধান এবং উপপ্রধান নির্বাচন প্রক্রিয়ার সম্পূর্ণ হয় বুধবার।
