রাহুল মন্ডল,মালদা, ২৩ আগস্ট’২৩ : প্রাথমিক বিদ্যালয়ের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ানো মালদার মানিকচক থানা এলাকায়। মানিকচকের মথুরাপুর এলাকায় অবস্থিত শংকরটোলা ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা সামনে এসেছে। বুধবার সময় মত বিদ্যালয়ে খুলতেই দোতালায় থাকা ঘর গুলিতে এই চুরির ঘটনার কথা বুঝতে পারে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

দোতালায় থাকা ঘর গুলিতে তিনটি ফ্যান চুরি করে নিয়ে পালিয়েছে চোরেরা। পাশাপাশি অন্যান্য ঘর গুলিতে চুরির চেষ্টা করা হলেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ অন্যান্য কারণে বিফল হয়েছে চোরেদের চেষ্টা।রাতের অন্ধকারে চোরেরা এই চুড়ি করেছে বলে জানাচ্ছেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ। গোটা বিষয়ের মানিকচক থানার পুলিশকে জানানো হয়েছে বলে বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ মন্ডল জানান, বিদ্যালয়ের সংলগ্ন থাকা যে বাগান সেগুলিতে নেশার একটা আখড়া রয়েছে। তারাই হয়তো এই সমস্ত ঘটনা সঙ্গে যুক্ত হতে পারে। প্রশাসনকে গোটা বিষয় জানানো হয়েছে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এই ধরনের চুরির ঘটনা শিক্ষাঙ্লনে হওয়ায় তাতে ব্যথিত রয়েছি আমরা।