আগ্নেয়াস্ত্র সহ মালদা পুলিশের জালে দুই যুবক

রাহুল মন্ডল, মালদা, ২৪ জুলাই’২৩ : আগ্নেয়াস্ত্র সহ মালদা পুলিশের জালে দুই যুবক। মালদার মানিকচকের ভূতনি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় দুই যুবককে আটক করে পুলিশ। দুই যুবকের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি। ধৃত কাশিম শেখ ও মহম্মদ আকমল মানিকচকের ধরমপুর এলাকার বাসিন্দা। ভূতনি সেতু সংলগ্ন কালিতলা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় তাদের। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরসাইকেলও। আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নিতে চায় পুলিশ। সোমবার ধৃতদেরকে তোলা হয় মালদা জেলা আদালতে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *