সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ জানুয়ারি’২৪ : জলপাইগুড়িতে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা শুরুর আগে তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের মধ্যে ড্যামেজ কন্ট্রোলে নামলেন জাতীয় কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ।
উল্লেখ্য, গতকালই জলপাইগুড়িতে এআইসিসির সদস্য শুভঙ্কর সরকার এই রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, বাংলায় রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় ইন্ডিয়া জোটের সঙ্গী তৃণমূল সহযোগিতা করছে না। তাহলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আন্তরিক কে প্রশ্ন তুলেছিলেন শুভঙ্কর সরকার।

আর রবিবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে জলপাইগুড়িতে পৌঁছে সর্বভারতীয় কংগ্রেস নেতা জয়রাম রমেশ সাংবাদিক সম্মেলনে বলেন, মমতা আর কংগ্রেসের লক্ষ্য এক। রাহুল গান্ধীর যাত্রা শুরুর আগে শহরের থানা মোড়ে জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দেশের অন্যতম এই প্রবীণ গান্ধীবাদী নেতা বলেন, আইএনডিআইএ জোটের অন্যতম রূপকার মমতা বন্দ্যোপাধ্যায়, এই ক্ষেত্রে কোনো দ্বিধা নেই, কারন এই জোট তৈরির সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
আরো পড়ুন :রাহুলের ন্যায় যাত্রায় জোট সঙ্গী তৃণমূল সহযোগিতা করছে না অভিযোগ কংগ্রেসের
মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটে থাকার অন্যতম কারণ এবং আমাদের উদ্দেশ্য এক স্বৈরাচারী বিজেপিকে পরাস্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তবে কিছু ছোটো খাটো ঘটনা ঘটেছে সেগুলো সবই মিটে যাবে দেশের বৃহত্তর স্বার্থের জন্য।
অপরদিকে সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পূনরায় রাজনৈতিক তাঁবু বদল প্রসঙ্গে দীর্ঘ সময় ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ বলেন, রাজনীতিতে নীতিশ কুমার হলেন গিরগিটিদের নেতা, ওনার সম্পর্কে আমি খুব ভালো জানি, আসলে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আগামীকাল বিহারে পৌঁছবে তাতে আতঙ্কিত নীতিশ কুমার সহ মোদী, অমিত শা, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দিতেই নীতিশ কুমার এই ম্যাজিক দেখালেন যার আসল সৃষ্টিকর্তা মোদি এবং অমিত শা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এ আইসিসির সদস্য শুভঙ্কর সরকার, কংগ্রেসের জেলা সভাপতি পিনাকী সেনগুপ্ত সহ অন্যান্যরা।