বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২০ ডিসেম্বর’২৩ : দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পশ্চিমবঙ্গের ১০০ দিনের বকেয়া ও বিভিন্ন বকেয়া নিয়ে বৈঠক করেছেন তখনই বিধান সভায় ঢুকে কয়েকজন বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করে বুধবার সকাল এগারোটা নাগাদ আচমকা চার বিধায়ককে সঙ্গে নিয়ে নবান্নে হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্র বলছে, নবান্নে গিয়ে তিনি মুখ্য সচিবের সঙ্গে দেখা করেন। নবান্ন থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী সাংসদদের নিয়ে কেন্দ্রের বঞ্চনার কথা বলতে দিল্লি গেছেন।

অথচ বাংলার জনগনকে বঞ্চিত করছে এই সরকার। তা বলতে নবান্নে এসেছি। শুভেন্দুর দাবি, বিরোধী দলের সাংসদ ও বিধায়কদের প্রশাসনিক সভাতে ডাকা হয়না। শুভেন্দুর কটাক্ষ, বাংলার জনগনকে বঞ্চিত করে, কেন্দ্রের অর্থ নয়ছয় করে, বিরোধীদের কন্ঠরোধ করে দিল্লিতে নাটক করতে গিয়েছেন। পাল্টা হিসেবে যুক্তি, তর্ক ও তথ্য দিয়ে তারা বলে গেলেন। শুভেন্দুর দাবি, এক ইঞ্চিও জায়গা ছাড়া হবে না। রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের লড়াই জারি থাকবে।