কলকাতা : চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করলেন বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচী। চাকরি চুরির প্রতিবাদে নৈহাটিতে দলীয় মিছিলে যোগ দিয়ে বিজেপি নেতা কৌস্তভ বাগচী বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করা উচিত চাকরিহারাদের। এখানেই তিনি থেমে থাকেন নি। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, চাকরিহারাদের উচিত মুখ্যমন্ত্রীকে মুড়ো ঝাঁটা ও ছেঁড়া চটি দেখানো। প্রসঙ্গত, আগামী ৭ এপ্রিল চাকরিহারাদের নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে কৌস্তভ বলেন, ৭ এপ্রিল কেউ মুখ্যমন্ত্রীর ঢপের বৈঠকে যাবেন না। মুখ্যমন্ত্রীর ঢপের বৈঠক প্রত্যাখ্যান করুন। চাকরি হারানো নিয়ে তৃণমূল বিজেপি ও সিপিএমের ঘাড়ে দোষ চাপাচ্ছে। এ প্রসঙ্গে বিজেপি নেতা কৌস্তভ বাগচী বলেন, বিজেপি কিংবা সিপিএম বাংলায় সরকার চালাচ্ছে না। সরকার চালাচ্ছে তৃণমূল। তৃণমূল নেতাদের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। তৃণমূলের নেতা-মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। সুতরাং ২৬ হাজার ছেলে-মেয়ের চাকরি যাবার জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। চাকরি চুরির প্রতিবাদে এবং মালদহের মোথাবাড়ির ঘটনার প্ৰতিবাদে এদিন নৈহাটির স্বপ্নবিথী পার্কের কাছ থেকে মিছিল শুরু হয়। অরবিন্দ রোড হয়ে সেই মিছিল রামকৃষ্ণ মোড়ে শেষ হয়। সেখানে বিজেপি কর্মীরা কিছুক্ষন পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেন। বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির নৈহাটি বিধানসভা কেন্দ্রের আহবায়ক বিনোদ গোন্ড, ব্যারাকপুর জেলার যুব মোর্চার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে বিমলেশ তেওয়ারি ও জিনিয়া চক্রবর্তী, ব্যারাকপুর জেলার অফিস সম্পাদক প্রণব মন্ডল প্রমুখ।
