বড়মার মন্দিরে পুজো দিতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়; মন্দির চত্বর পরিদর্শনে পুলিশ কমিশনার

বিশ্বজিৎ নাথ : মঙ্গলবার বিকেলে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বড়মার মন্দির পরিদর্শন করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। এদিন নৈহাটির বড়কালী পুজো সমিতি ট্রাস্টের নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্তারা-সহ, ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক-সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা।

Mamata Banerjee is coming to offer puja at Barama temple

নৈহাটির বড়কালী পুজো সমিতি ট্রাস্টের সভাপতি তথা নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী আগামীকাল বেলা আড়াইটে থেকে তিনটের মধ্যে বড়মার কাছে পুজো দিতে আসছেন। তিনি বড়মার মন্দির দর্শন করার পাশাপাশি আশীর্বাদ নিতে আসছেন। অশোক বাবুর কথায়, প্রতিদিন দুপুর দু’টো থেকে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয়। তাই তিনি ওই সময়ের মধ্যেই মন্দিরে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *