মুসলিম ভোট ফিরিয়ে আনতে মমতা ব্যানার্জি সংহতি মিছিল করছেন দাবি শুভেন্দু অধিকারীর (ভিডিও সহ)


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৮ জানুয়ারি’২৪ : হারিয়ে যাওয়া মুসলিম ভোট ভোট ব্যাঙ্ক ফিরিয়ে আনতেই মমতা ব্যানার্জি রামমন্দির উদ্বোধনের দিন কলকাতায় সংহতি মিছিল করছেন’। বৃহস্পতিবার পানিহাটিতে এসে এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে এদিন সন্ধেয় পানিহাটির আশ্রম মাঠে বিশ্বের সবচেয়ে বড় মাটির প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করেছিল পানিহাটি সনাতন মঞ্চ।

উক্ত অনুষ্ঠানে এসে শুভেন্দু অধিকারী বলেন, উনি সংহতি মিছিল করছেন মূলত দুটি কারনে। প্রথমত, ওনার কাছ থেকে মুসলিম ভোট সরে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে সেই মুসলিম ভোট ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, রাজ্যে দাঙ্গা লাগিয়ে হিন্দু ছেলেদের উনি জেলে পুরতে চান। প্রসঙ্গত, রামন্দির উদ্বোধনের দিন সর্তসাপেক্ষে রাজ্যের শাসকদলকে সংহতি মিছিল করার অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। এপ্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সংহতি মিছিলের নাম করে অশান্তি মিছিলকে অনুমোদন দেওয়া হয়েছে। যদিও ওইদিন কিছু বিধি নিষেধ আরোপ করায়, তিনি আদালতের কাছে কৃতজ্ঞ। শুভেন্দুর দাবি, রামন্দির উদ্বোধনের দিন একটাও যদি কোথাও ঘটনা ঘটে, তার দায়ভার রাজ্যের শাসকদল ও পুলিশের ওপর বর্তাবে।

Mamata Banerjee is holding a solidarity rally to bring back Muslim votes claims Subhendu Adhikari

শুভেন্দু অধিকারী ছাড়াও উক্ত অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি ও সহ-সভাপতি যথাক্রমে অরিজিৎ বক্সী ও কৌশিক চ্যাটার্জি, ব্যারাকপুর জেলার প্রাক্তন সভাপতি সন্দীপ ব্যানার্জি, পানিহাটি সনাতন মঞ্চের জয় সাহা, প্রাক্তন বিধায়ক শীলভদ্র দত্ত, অর্চনা মজুমদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *