জলপাইগুড়ি : জলপাইগুড়িতে এক অভাবনীয় ঘটনায় স্থানীয়দের রুদ্ররোষের মুখে পড়লেন এক ষাটোর্ধ্ব বৃদ্ধ। অভিযোগ, তিনি মিষ্টি খাওয়ানোর প্রলোভনে ছয় বছরের এক নাবালিকাকে নিজ বাড়িতে ডেকে এনে আপত্তিকর আচরণ করেছেন। ঘটনাটি আঁচ করতে পেরেই মেয়েটির পরিবার স্থানীয় মহিলা থানায় অভিযোগ দায়ের করে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয়রা অভিযুক্তকে ঘিরে ধরে মারধর শুরু করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।

মহিলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে হাজির করেছে। পকসো আইনের শিশু নির্যাতন-সংক্রান্ত কঠোর আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের এক আধিকারিক বলেন, “শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে হাজির করা হয়েছে।