সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ অক্টোবর : বংশীবদন বর্মণকে বহিস্কার করলো গ্রেটার সংগঠন, দুর্নীতির অভিযোগের তদন্ত দাবী করে মুখ্যমন্ত্রীকে আবেদন আরেক রাজবংশী রাজনৈতিক কর্মী মনিন্দ্র নাথ বর্মনের। সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক সংবাদে গ্রেটার কুচবিহার পিপলস এসোসিয়েশনের পক্ষ থেকে রীতিমতো সমাবেশ করে গ্রেটার কুচবিহার পিপলস এসোসিয়েশনের এত দিনের সর্বেসর্বা বংশীবদন বর্মনকে আর্থিক দুর্নীতি সহ নানান অভিযোগে দল থেকে বহিস্কার করার কথা প্রকাশ্যে চলে আসে। এরপরেই শুক্রবার জলপাইগুড়ি জেলার অন্যতম রাজবংশী সম্প্রদায় ভুক্ত তথা জলপাইগুড়ি পৌরসভায় তৃণমূল কংগ্রেস দলের কাউন্সিলর মনিন্দ্র নাথ বর্মন গ্রেটার কুচবিহারের প্রাক্তন নেতা বংশীবদন বর্মনের বিরুদ্ধে ওঠা সংগঠনের অর্থ তছরূপ করার যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত দাবী করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করবেন বলে জানান তিনি। এই প্রসঙ্গে মনিন্দ্র নাথ বর্মন বলেন, দীর্ঘ সময় ধরে এই বংশীবদন বর্মন উত্তরবঙ্গের রাজবংশী সমাজের সন্মান হানি করে আসছিলেন, আজ তার নিজের দলই সেটা অভিযোগ করছে, এর তদন্ত হওয়া প্রয়োজন।
