জলপাইগুড়ি : জলপাইগুড়ির বেলাকোবায় তৃণমূল কংগ্রেসের জমি মজবুত করতে দেখা গেল নতুন উদ্যোগ। সোমবার বানিয়াপাড়া এলাকায় আয়োজিত এক যোগদান কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ২০টি পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেয়। এই যোগদানের ফলে এলাকা জুড়ে ঘাসফুল শিবিরের প্রভাব আরও বাড়বে বলেই মত স্থানীয় নেতৃত্বের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা এসসি, এসটি ও ওবিসি সেলের সভাপতি তথা অভিজ্ঞ নেতা কৃষ্ণ দাস। দলবদল করা পরিবারের সদস্যদের হাতে নিজেই দলীয় পতাকা তুলে দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত জনতার উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
কৃষ্ণ দাস বলেন, “বেলাকোবা অঞ্চলে তৃণমূলের সংগঠন কিছুটা দুর্বল থাকলেও আজকের এই যোগদান আমাদের শক্তি অনেকটাই বাড়িয়ে দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী কাজের প্রতি আস্থা রেখে সাধারণ মানুষ তৃণমূলের পাশে দাঁড়াচ্ছেন। আমরা আত্মবিশ্বাসী, আগামী নির্বাচনে এখান থেকেও জয়ের পতাকা ওড়াব।”
পতাকা হাতে নতুন সদস্যদের মধ্যে ছিল নানা বয়সের মানুষ, তাঁদের অনেকেই জানান, তৃণমূল সরকারের উন্নয়ন, সামাজিক প্রকল্প এবং দরিদ্রবান্ধব নীতিই তাঁদের দল বদলের প্রধান কারণ।
এই যোগদান ঘিরে এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তাপও তৈরি হয়েছে, এমনটাই মনে করছে স্থানীয় মহল।