ট্রেনে এরা কারা ?সংরক্ষিত টিকিট থাকা সত্ত্বেও উঠতে পারলেন না যাত্রীরা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ জুলাই ২০২২ : সংরক্ষিত টিকিট থাকা সত্ত্বেও ট্রেন সফর থেকে বঞ্চিত হলেন বহু ট্রেন যাত্রী। মঙ্গলবার জলপাইগুড়ি রোড স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেস এ শিয়ালদহ গামী বেশ কিছু ট্রেন যাত্রী ট্রেনে উঠতে পারলেন না। এসি এবং স্লিপার ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও কোলের শিশুকে নিয়ে মহিলা,পুরুষ যাত্রীরা হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ।

আলোলিকা সেনগুপ্ত অভিযোগ করে জানান যে তাদের জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ পর্যন্ত পদাতিক এক্সপ্রেসে এসি থ্রী টায়ারে টিকিট ছিল। কিন্তু টিকিট থাকা সত্ত্বেও তারা প্রচণ্ড ভিড়ের জন্য ট্রেনে উঠতে পারেন নি। রেল পুলিশ কে এ নিয়ে অভিযোগ করলে তারা বিষয়টি টিটি কে জানাতে বলেন। কিন্তু ওই ভিড়ের মধ্যে তারা টিটি কে খুঁজে পাননি বলে জানান আলোলিকা দেবী। তিনি আরো বলেন, ট্রেনের কামরায় বসার জায়গা ছিল না। বহু লোক দাঁড়িয়ে ছিল। তিনি অভিযোগ করে বলেন, দেখেই বোঝা যাচ্ছিল তাদের টিকিট নেই। ট্রেনের দরজাও তারা ভেতর থেকে বন্ধ করে রেখেছিল। এরা কারা প্রশ্নের উত্তরে আলোলিকা দেবী পরিস্কার করে কিছু না বললেও তিনি জানান, এরা কারা তাতো বলতে পারবো না আমি। তবে বুঝতেই তো পারছেন সামনে কলকাতায় বিশাল বড় একটা অনুষ্ঠান আছে, হয়তো তারা। আলোলিকা দেবীর ইঙ্গিত যে তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের ধর্মতলার সমাবেশের দিকে সেটা বুঝতে কষ্ট হয় না।

একুশে জুলাই এর শহীদ স্মরণে উত্তরবঙ্গ থেকে ধর্মতলার উদ্দেশ্যে বহু তৃণমূল কর্মী সমর্থকরা রওনা দিয়েছেন বিভিন্ন ট্রেনে করে। আর এদের বিরুদ্ধেই অভিযোগ করেছেন ট্রেন যাত্রীরা।

জলপাইগুড়ি রোড স্টেশনের স্টেশন মাস্টার সুব্রত মন্ডলকে পদাতিক ট্রেনে টিকিট থাকা সত্ত্বেও উঠতে না পারার বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, যাত্রীরা বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন। তিনি তাদের অভিযোগ যথাযোগ্য স্থানে পাঠিয়ে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *