ওয়াকফ সম্পত্তি রক্ষায় এবং ওবিসি সার্টিফিকেট পুনঃপ্রদান সহ ১৩ দফা দাবিতে জলপাইগুড়িতে গণ ডেপুটেশন

জলপাইগুড়ি: কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ওয়াকফ বিল বাতিল, ওবিসি সার্টিফিকেট পুনঃপ্রদান সহ মোট ১৩ দফা দাবিতে সোমবার পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন পরিষদ জলপাইগুড়িতে বিশাল গণ ডেপুটেশনের আয়োজন করে। জলপাইগুড়ি জেলা কমিটির আহ্বানে রাজবাড়ী গেট থেকে জেলা শাসকের কার্যালয় পর্যন্ত একটি সুবিশাল মিছিল সংগঠিত হয়।

পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক জানান, সম্প্রতি কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ চালু করতে চাইছে, তা বাতিল করা অত্যন্ত জরুরি। তার মতে, “এটি মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্য ও স্বায়ত্তশাসনের উপর সরাসরি আঘাত।” পরিষদের দাবি, এতদিন মুসলিম সম্প্রদায় শরীয়ত মেনে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি মীমাংসা করে এসেছে। এই প্রথার পরিবর্তে ওয়াকফ সম্পত্তি নির্ধারণের দায়িত্ব জেলা শাসকের হাতে তুলে দেওয়া সম্পূর্ণ অনুচিত।

Mass deputation in Jalpaiguri for 13-point demand including protection of waqf properties and restitution of OBC certificates.

এছাড়া, পরিষদের পক্ষ থেকে উত্তরবঙ্গে নস্য শেখ উন্নয়ন পরিষদের অফিস স্থাপন এবং উন্নয়ন তহবিল পুনরায় বরাদ্দ করার দাবিও জানানো হয়। আমিনাল হক বলেন, “উন্নয়ন পরিষদ গঠনের সময় রাজ্য সরকার ২ কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু এরপর আর কোনো তহবিল বরাদ্দ করা হয়নি। অর্থ না পেলে উন্নয়ন কীভাবে সম্ভব?”

পরিষদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ওয়াকফ সম্পত্তির আয়কে দেশের গরিব মুসলিম সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যয় করা উচিত। পাশাপাশি, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে সংখ্যালঘুদের সুরক্ষায় উদ্যোগ নেওয়ার আবেদন জানানো হয়।

আমিনাল হক বলেন, “আমরা চাই কেন্দ্র সরকার ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করুক এবং এটি থেকে আসা আয় সঠিকভাবে ব্যবহৃত হোক।” তিনি আরও জানান, তাদের দাবি রাষ্ট্রপতির কাছে জেলা শাসকের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

এ দিনের কর্মসূচিতে নস্য শেখ সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

এদিনের কর্মসূচি রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিল এবং মুসলিম সম্প্রদায়ের দাবি-দাওয়া নিয়ে প্রশাসনকে আরও সচেতন হতে উৎসাহিত করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *