শিলিগুড়িতে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

শিলিগুড়ি : শহরের ৩৫ নম্বর ওয়ার্ডে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের উল্টো দিকে একটি অবৈধ তেলের গোডাউনে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের তৎপরতায় দ্রুত খবর যায় দমকল বিভাগের কাছে।

রাত ১১টা নাগাদ হঠাৎই গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। তেলজাতীয় পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কে আশপাশের বাসিন্দারা এলাকা ছাড়তে শুরু করেন।

Massive fire breaks out at illegal oil godown in Siliguri

➡ আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।
➡ দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
➡ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনও তৎপর হয়ে দমকলকে সহযোগিতা করে, যাতে আগুন সংস্থার মূল চত্বরে ছড়িয়ে না পড়ে।

এই ঘটনায় কারও প্রাণহানির খবর মেলেনি। তবে কতখানি ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার সঠিক কারণও জানা যায়নি।

➡ এতদিন ধরে অবৈধ তেলের গোডাউন কীভাবে চলছিল?
➡ কেউ কি জানতেন, নাকি প্রশাসনের নজরের বাইরে ছিল?

এই অগ্নিকাণ্ড নতুন করে প্রশ্ন তুলে দিল শহরে অবৈধ ব্যবসার নিরাপত্তা নিয়ে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার, কোনো ব্যবস্থা নেওয়া হয় কি না, নাকি ঘটনাটি ধামাচাপা পড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *