জলপাইগুড়িতে বড়দিনের আনন্দে মাতোয়ারা ফ্রেন্ডস ব্যাপ্টিস্ট চার্চ

জলপাইগুড়ি : সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের চেতনা বৃদ্ধির লক্ষ্যে জলপাইগুড়ির ফ্রেন্ডস ব্যাপ্টিস্ট চার্চ এবারের বড়দিন উদযাপন করল উৎসবমুখর পরিবেশে। মঙ্গলবার রাত থেকেই মানুষের ঢল নামে চার্চে। প্রভু যীশুর জন্মদিন উপলক্ষে প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

চার্চের রেভারেন্ট বিপ্লব সরকার জানান, “গত ১৯ ডিসেম্বর থেকে বড়দিনের উদযাপন শুরু হয়েছে। আমরা বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে খ্রিস্টমাস উদযাপন করছি।” মঙ্গলবার মধ্যরাতে কেক কেটে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসবের মূল আয়োজন সম্পন্ন হয়।

বড়দিন উপলক্ষে চার্চকে সজ্জিত করা হয়েছে রঙিন লাইট, বেলুন ও অন্যান্য উপকরণ দিয়ে। এবারের বড়দিনের মূল বার্তা ছিল সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের চেতনা বৃদ্ধি। রেভারেন্ট বিপ্লব সরকার বলেন, “বিশ্বের বর্তমান ঘোরালো পরিস্থিতিতে মানুষের মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে তোলার বার্তা দেওয়াই আমাদের লক্ষ্য।”

Matwara Friends Baptist Church on Christmas Eve in Jalpaiguri

চার্চের উদযাপন স্থানীয় মানুষের মধ্যে উদ্দীপনা জাগিয়েছে। প্রার্থনার মাধ্যমে সবাই বিশ্বশান্তি, ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতির এক নতুন দিনের প্রত্যাশা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *