রাজ্যে বৃত্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করল নৈহাটির মৌবনী

নৈহাটি : পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের বৃত্তি পরীক্ষায় রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে নজর কাড়ল নৈহাটি বিধানসভার মাঝিপাড়া গ্রামের মৌবনী ভট্টাচার্য। নদিয়ার কল্যাণীর গয়েশপুরের বেদীভবন রবিতীর্থ বিদ্যালয়ের এই মেধাবী ছাত্রী তাঁর অসাধারণ সাফল্যে শুধু পরিবারের নয়, গোটা গ্রামের গর্ব হয়ে উঠেছে।

মৌবনী ভট্টাচার্য নৈহাটির মাঝিপাড়া-পলাশী গ্রাম পঞ্চায়েতের মাঝিপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মানস ভট্টাচার্য একটি বেসরকারি সংস্থায় কর্মরত। মৌবনীর সাফল্যে খুশির হাওয়া ছড়িয়েছে ভট্টাচার্য পরিবারে।

Maubani of Naihati secured the second place in the scholarship examination in the state

মৌবনীর বাবা মানস ভট্টাচার্য বলেন, “আমরা খুবই গর্বিত। ওর পরিশ্রম এবং অধ্যবসায় আমাদের এই আনন্দ এনে দিয়েছে। আমরা চাই, ভবিষ্যতে ও আরও বড় সাফল্য অর্জন করুক।”

বেদীভবন রবিতীর্থ বিদ্যালয়ের শিক্ষকরাও মৌবনীর সাফল্যে গর্বিত। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, মৌবনী সবসময়ই একজন মেধাবী ছাত্রী ছিল এবং এই সাফল্য ছিল তার কঠোর পরিশ্রমের ফল।

মৌবনী ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো কিছু করে দেখাতে চায়। তার সাফল্যে শুধু পরিবার নয়, গোটা এলাকার মানুষই আজ গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *