সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ জুলাই ২০২২ : গতকাল ছিল ২১ জুলাই। প্রতিবার ২১শে জুলাই এলেই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের দলনেত্রীর বক্তব্য শোনার জন্য মানুষের ভিড়, কিন্তু সেই ভিড় যেন অভিশাপ না হয়। এমনই প্রার্থনা জলপাইগুড়ি শহরের কেরানীপাড়ার বাসিন্দা ভাস্বতী নন্দীর। কারণ ২০১৮ সালে শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সমাবেশে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর স্বামীর।

তার পর থেকে একমাত্র ছেলেকে নিয়ে কোনওরকম জীবনধারণ করছেন ভাস্বতী দেবী। এখন তার রোজগারের উৎস বলতে বিধবা ভাতা ও সেলাইয়ের কাজ। যার উপর নির্ভর করেই তাঁদের সংসার চলে। যদিও তিনি বলেন, তৃণমূল কংগ্রেস থেকে যথাসাধ্য সাহায্য করেছে। কিন্তু এখনও একমাত্র ছেলের পড়াশুনার জন্য এখন আরও সাহায্যের আর্তি ওই মহিলার। এব্যাপারে স্থানীয় কাউন্সিলর উত্তম বোস বলেন, আমরা ওনাকে সাহায্যের জন্য যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি। তাঁর ছেলের পড়াশোনার জন্যও আমরা সাহায্য করব।