কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারি’২৪ : শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ‘মা ক্যান্টিন’ -এর সূচনা করলেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং শিলিগুড়ি পুরনিগমের এম এম আই সি এবং অন্যান্য কাউন্সিলারেরা। এদিন উদ্বোধন করে মেয়র গৌতম দেব জানালেন এখানে দুপুরে খেতে সমস্যা হয় অনেকেরই। বিশেষ করে রোগীদের সাথে আসা আত্মীয় এবং অন্যান্যদের। যারা অনেক দুর থেকে এখানে এসে ঠিকমত খেতে পান না। আর সবচাইতে বড় কথা সবার কাছে সমান অর্থ থাকে না। রোগীরা বেশী দিন এখানে চিকিৎসার কারনে থাকলে সবচাইতে সমস্যায় পড়ে যান তাদের দেখতে আসা লোকজনেরা। তাই সবার সুযোগ এবং সুবিধার জন্য এই “মা ক্যান্টিনের ” উদ্বোধন। রোজ তিনশো মানুষ এখানে দুপুরের আহার করতে পারবেন মাত্র ৫ টাকার বিনিময়ে। আশা করছি এখানকার মানুষ উপকৃত হবেন। একসাথে বসে এদিন দুপুরের খাবারও বসে খান মেয়র এবং ডেপুটি মেয়র ছাড়া এম এম আই সি মানিক দে।
