বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৩ আগস্ট’২৩ : পুজোর বোনাস, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরন-সহ পাঁচ দফা দাবিতে শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানা গেটে সভা করলো তৃণমূল সমর্থিত এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চা ইউনিয়ন। বুধবার কারখানা গেটের সভা থেকে এক্সাইড কারখানা কর্তৃপক্ষকের বিরুদ্ধেও সূর চড়ালেনও শ্রমিক নেতারা। উক্ত সভায় এদিন হাজির ছিলেন তৃণমূল নেতা সঞ্জয় সিং, মন্নু সাউ, গুড্ডু সিং,শ্যামল তলাপাত্র, ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার, কাউন্সিলর সোমনাথ তালুকদার, সত্যেন রায়, প্রবীর বৈদ্য-সহ মজদুর মোর্চা ইউনিয়নের কর্তারা। তৃণমূল নেতা সঞ্জয় সিংয়ের দাবি, অস্থায়ী শ্রমিকদের ২৬ দিন কাজ দিতে হবে। অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করতে হবে। ২০ শতাংশ পুজোর বোনাস দিতে হবে।
