মেহুল ভারত যাত্রীর সাইকেল চালিয়ে ভারত ভ্রমন; উদ্যেশ্য স্বাস্থ্য, প্রকৃতি রক্ষার বার্তা পৌঁছে দেওয়া

সংবাদদাতা, মালবাজার : সাইকেল চালিয়ে সমগ্র ভারত ভ্রমনের মধ্য দিয়ে মানুষের কাছে স্বাস্থ্য, প্রকৃতি সহ দেশের বিভিন্ন সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কিত বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই ৩৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। শুরু করেছিলেন ২০২১ সালের ২১ জুন।

যে সময় সমগ্র বিশ্ব করোনা মহামারীর কবলের মধ্য দিয়ে চলেছে সেই সময় সুদূর মধ্যপ্রদেশ রাজ্যের নর্মদা পুরম জেলার গোবিন্দ নগরে অবস্থিত সরস্বতী গ্রামোদয় হায়ার সেকেন্ডারি স্কুল থেকে শুরু হয়েছিল সাইকেল নিয়ে যাত্রা। ইতিমধ্যেই দেশের ১১টি রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরে বৃহস্পতিবার ডুয়ার্সের চা বলয়ের প্রাণকেন্দ্র মালবাজার শহরে এসে উপস্থিত হলেন ৩২ বছরের যুবক তথা শিক্ষক মেহুল লাখানি।

সাইকেলের সামনেই রয়েছে মেহুল ভারত যাত্রী নামাঙ্কিত বোর্ড। ইতিমধ্যেই পাড়ি দিয়েছেন ৩৬ হাজার কিলোমিটার। মূলত দেশবাসীর কাছেই তার বার্তা স্বাস্থ্য সচেতনতা, সাথে প্রকৃতিকে রক্ষা করা, দেশের সংস্কৃতি এবং ভারতবর্ষের বৈচিত্রময় ইতিহাসকে আপামর দেশবাসীর সামনে তুলে ধরা। মূলত প্রত্যেকটি মানুষের স্বাস্থ্যকে সচল ও সবল রাখার ক্ষেত্রে সাইকেলিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেই মনে করেন মেহুল।

Mehul Bharat Yatri Bike Tour of India;  Purpose To convey the message of health nature conservation

এদিন মালবাজার শহরের সুভাষ মোড়ে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, করোনা অতিমারীর সময় থেকেই শারীরিক চর্চার প্রতি মানুষ আরো বেশি করে মনোনিবেশ করতে শুরু করেন। প্রত্যেকটি মানুষের তার শারীরিক পরিকাঠামোকে ঠিক রাখতে এবং রোগব্যাধির হাত থেকে নিজেকে রক্ষা করতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতেই হবে। সাথে প্রাকৃতিক জীববৈচিত্র্যকে রক্ষা করতে হবে। ভারতবর্ষের অখন্ড সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কিত তথ্যও জানতে হবে।

২০২১ সালের জুন মাস থেকে এখনো পর্যন্ত ভারত ভ্রমণ করে চলেছেন মেহুল লাখানি। পেরোতে হয়েছে বহু বাধা ও বিপত্তি। তবুও তিনি থেমে থাকেননি। এবারের লক্ষ্য উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির পথ পরিক্রমার। এদিন তার চোখে মুখে ফুটে উঠেছে অখন্ড ভারতবর্ষের বিভিন্ন তথ্যের কথা। লক্ষ্যকে স্থির রেখেই সাইকেল চালিয়েই এগিয়ে চললেন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিকে ঘুরে দেখতে। এদিন শহরের সুভাষ মোড়ে পৌঁছতেই শহরের বাসিন্দা সুমন শিকদার,অচিন্ত্য দত্ত, বিপ্লব কুমার ঘোষ, সহ একাধিক ব্যক্তি তাকে পুষ্পস্তবকের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তুলে দেন প্রাথমিক স্বাস্থ্য রক্ষার সরঞ্জামও। প্রসঙ্গত সুমন বাবু বলেন, মেহুল সাইকেল চালিয়ে ভারত যাত্রার মধ্য দিয়ে যে বার্তা মানুষের কাছে তুলে দিতে চাইছেন তাকে সম্মান জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *