নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৮ মে ২০২২ : যুবশ্রীদের সরকারি দফতরে কর্মসংস্থান সহ একগুচ্ছ দাবিতে স্মারকলিপি জলপাইগুড়িতে। লাইব্রেরীয়ান পদে নিয়োগের ক্ষেত্রে যুবশ্রীদের অগ্রাধিকার দেওয়া, বন্ধ ভাতা অবিলম্বে চালু, সমস্ত সরকারি শুন্যপদে এবং সরকারি সাহায্য প্রাপ্ত সংস্থায় যুবশ্রীদের নিযোগ, Annexure (lll) বন্ধ সহ বিভিন্ন দাবিতে বুধবার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দফতরের আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হল পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে। সমিতির জেলা সভাপতি সুজয় লোধ বলেন, “রাজ্য সরকার লাইব্রেরীয়ান পদে নিয়োগ করতে চলেছে । এই নিয়োগের ক্ষেত্রে যুবশ্রী প্রকল্পের যারা রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি রাজ্যগত এবং লোকাল স্তরে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে যাতে যুবশ্রীদের অগ্রাধিকারের দাবি তুলে ৪ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।” উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক স্বপন রায়, টুম্পা মোহন্ত, সঞ্জয় দেবনাথ সহ অন্যান্যরা।
